মানব জাতির আর অক্সিজেনের প্রয়োজন নেই
সিগারেট
খেলে মানব দেহে ফুসফুসের কি অবস্থা হয় ও কি প্রতিক্রিয়া হয়, আমরা টিভিতে বিজ্ঞাপন
দেখি। শ্বাস নিতে কষ্ট হয় ও নানান জটিল রোগের সৃষ্টি হয়, শেষ পর্যন্ত মৃত্যু। তেমনই
আমরা যে পৃথিবীতে বসবাস করি সেটাও একটা দেহ বা শরীর। আজ সেই শরীরের ফুসফুসের প্রায়
২০% অকেজো হতে চলেছে।
অ্যামাজন ঘনবর্ষণ বনাঞ্চল, বাস্তুতন্ত্রের ফুসফুস
হিসেবে পরিচিত। শুধুমাত্র স্থানীয় নয়, বিশ্বের। এবং বর্তমানে পৃথিবীর একমাত্র
বৃহত্তম ও বৈচিত্রময় ঘনবর্ষণ বনাঞ্চল।
ছবিঃ google.com
কোন্
সেলিব্রিটির কোলে তার সন্তান পটি বা হিসু করেছে বা কোন্ রাজনৈতিক নেতা উচ্চ বাক্যে
গরম গরম সংলাপ বলেছেন তা নিয়েই সবার মাতামাতি বেশি। এই সবের মাঝে কারোর মনেই নেই
যে সমস্যা টা শুধু ব্রাজিল এর নয়।
সবাই
সবার দিকে কাদা ছুড়তে ব্যস্ত।
ছুড়ুক,
ছুড়ুক......... আর বেশিদিন নেই, একদিন পরিবেশও মানব জাতিটাকে এই ভাবেই ছুড়ে ফেলবে।
এই
লেখা ছাড়া আমার আর কি করার আছে বলুন!
(এটা
সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত)
লেখাটি
পড়বার জন্য ধন্যবাদ, এবার একটু ভাবুন......।

No comments:
Post a Comment